Banks Fact — Banking, Bank Loan & Mobile Banking Information

Banks Fact ওয়েবসাইটে ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়।
এটি কোনো ব্যাংকের ওয়েবসাইট নয়, তাই এখানে ব্যাংকিং সেবা পাওয়া যায়না।

সর্বশেষ পোস্টসমূহ

ব্যাংকিং সম্পর্কিত প্রশ্নোত্তর

যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনির আইডি কার্ডের ফটোকপি এবং ছবি, ইনকাম সোর্স এর ডকুমেন্ট, ইউটিলিটি বিলের কপি, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স(প্রযোজ্য ক্ষেত্রে) এবং ন্যুনতম জমার পরিমাণ টাকা লাগে।

ব্যাংক লোন নিতে এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, গ্যারান্টর এর এনআইডির ফটোকপি এবং ছবি, ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদপত্র সহ বেশ কিছু ডকুমেন্ট লাগে।

অনেক ব্যাংকেই লোনের পরিমাণের উপর নির্ভর করে জামানত ছাড়াই লোন দেয়া হয়। এছাড়াও, বিকাশের মতো মোবাইল ব্যাংকিং মাধ্যম থেকেও জামানত ছাড়া লোন পাওয়া যায়।

কোনো ব্যাংকেই বিনা সুদে ঋণ দেয় না। যেকোনো মাধ্যম থেকে লোন নিতে চাইলে সুদ দিতে হয়। সুদ একটি হারাম জিনিস।

বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান যেমন- গ্রামীণ ব্যাংক, আশা সমিতি, বুরো বাংলাদেশ এবং উদ্দীপন সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিনা জামানতে ঋণ দেয়।

’হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৩০)